বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭, ০৬:১৭:২০

কালিহাটে ভয়ানক রাক্ষুষে আফ্রিকান মাছ জব্দ

কালিহাটে ভয়ানক রাক্ষুষে আফ্রিকান মাছ জব্দ

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে কালিহাট মাছের বাজার থেকে প্রায় (২০) কেজি ভয়ানক রাক্ষুষে আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদে উপজেলা মৎস্য অফিসার রুবানা ফেরদৌসী মাছ গুলো জব্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ।

পরর্বতিতে জনসম্মুখ্যে পলাশ উপজেলা পরিষদের পাশের একটি জমিতে কেরোসিন তৈল দিয়ে ভয়ানক রাক্ষুষে আফ্রিকান মাগুর মাছ গুলো মাটি চাপা দিয়ে নষ্ট করা হয় ।
এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসার রুবানা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, এই ভয়ানক রাক্ষুষে আফ্রিকান মাগুর মাছ ক্রয়-বিক্রয়,পরিবহন,বাজারজাতকরণ সরকারি ভাবে সর্ম্পূণ নিষিদ্ধ । রাক্ষুষে আফ্রিকান মাগুর মাছ মানব দেহে প্রবেশ করলে মানুষের বিরাট ক্ষতি হতে পারে । এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে ।
এমটি নিউজ/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে