বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭, ০৯:০১:৪১

১৫ লাখ টাকা ব্যয় ইছাখালী ফাজিল ডিগ্রি মাদরাসার দ্বিতল ভবন নির্মাণে শুভ সূচনা

১৫ লাখ টাকা ব্যয় ইছাখালী ফাজিল ডিগ্রি মাদরাসার দ্বিতল ভবন নির্মাণে শুভ সূচনা

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে অবস্থিত ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার দ্বিতল ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে অত্র মাদ্রাসার অধ্যক্ষ, আলহাজ্ব আ.ক.ম রেজাউল করীমের সভাপতিত্বে দ্বিতল ভবন নির্মাণের শুভ সূচনা করেন, জাবালে নূর মরহুম মিন্নত আলী ফাউন্ডেশনের,প্রতিষ্ঠাতা-পরিচালক, মো:জায়েদুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নরসিংদী-২,পলাশ আসনের সাবেক সংসদ সদস্য ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডা: আনোয়ারুল আশরাফ খান।

উল্লেখ্য যে, পলাশ উপজেলার সর্বোচ্চ এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়ে এ এলাকায় শিক্ষার আলো ব্যপক ভাবে ছড়িয়ে দিচ্ছে । আধুনিক শিক্ষার সাথে ইসলামি শিক্ষার সমম্বিত সিলেবাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ত্রই প্রতিষ্ঠানে রয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্র, বৃত্তি পরীক্ষা কেন্দ্র, ও পলাশ উপজেলার ত্রকমাত্র দাখিল পাবলিক পরীক্ষা কেন্দ্র। বর্তমানে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়(৬০০)অধিক ছাত্র-ছাত্রী রয়েছে । কিন্তু ত্রত দিন ত্রকাডেমিক ভবনের অভাবে পরীক্ষা গ্রহণ ও শ্রেণী কার্যক্রম মারাতœকভাবে ব্যহত হচ্ছিল।

ত্ররই ধারাবাহিকতায় ১৫ লাখ টাকা ব্যয় ধরে, দ্বিতল ভবনে ফ্যাসিলিটিজ বিভাগ কতৃক ৩ টি কক্ষ যা,মালটিমিডিয়িা শ্রেণী কক্ষ,মাস্ট শ্রেণী কক্ষ ও ছাত্র-শিক্ষক মিলতায়ন ভবনের শুভ নির্মাণের সূচনা করা হয়।

এ সময় অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন,মাদ্রাসার গভনিং বডির সহ-সভাপতি আলহাজ্ব মো: মোমেন মিয়া, গভনিং বডির অভিভাবক প্রতিনিধি,রফিকুল ইসলাম,অত্র মাদ্রাসার শিক্ষক,আতাউর রহমান ভূইয়া,মাসিহুর রহমান,হাবিজ উল্লাহ,মাহবুবুর রহমান মোল্লা,শাহনাজ পারভীন,মো:ওয়ালী উল্লাহ,ওসমান গনি,মাওলানা ওয়ালী উল্লাহ,ইকবাল হোসেন,রিয়াজ উদ্দিণ মোল্লা,রেহানা বেগম,সফিকুল ইসলাম (সফি)ইছাহাক মিয়া,আব্দুল বাতে মিয়া,এ.এন.এম নুরুল ইসলাম ,আলোমগীর হোসেন,মাহমুদুল হাসান,নুরুল ইসলাম,সুমন ভূইয়া , (প্রমূখ) ।
এমটি নিউজ/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে