বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭, ০৫:৪৪:০৯

পলাশে আনসার ভিডিপির প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও নগদ অর্থ বিতরণ

পলাশে আনসার ভিডিপির প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও নগদ অর্থ বিতরণ

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার পলাশ উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে ১০ দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা মৌলিক প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের পন্ডিপাড়া গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যও সনদপত্র বিতরণ করেন, জেলা কমান্ডট্যান্ট ও আনসার ভিডিপি কর্মকর্তা জেলার (প্রধান) হাজী শাহ আহমদ ফজলে রাব্বী।

১০ দিনব্যাপী গ্রাম ভিওিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা.মোস্তাফিজুর রহমান,পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ,আনসার ভিডিপি ব্যাংক পলাশ শাখার ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান, জেলা মনিটরিং মাঠর্কায কর্মী মো:নজরুল ইসলাম, উপজেলা মহিলা প্রশিক্ষিকা আয়েশা আক্তার,কম্পানী কমান্ডার ফারুক ভূইয়া, মহিলা কম্পানি কমান্ডার সপ¦না রানি সূত্রধর,।

এ সময় অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন, জিরারদী ইউনিয়নের দল নেত্রী নারগিস পারভিন,চরসিন্দুর ইউনিয়ন দলপতি সামসুজ্জামান,সারকারখানার ২ এর আনসার কমান্ডার আক্তার হোসেন, নরসিংদী জনপদ পত্রিকার স্টাফ রির্পোটার ,সাংবাদিক সাইফুল ইসলাম, গ্রাম দল নেতা বক্তিয়ার জামান, গ্রাম দল নেত্রী মিতা রানি বিশ্বাস, প্রমূখ। আলোচনা শেষে ৬৪ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও প্রতি প্রশিক্ষনাথীদের নগদ নয়শত টাকা করে প্রদান করা হয়।
এমটি নিউজ/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে