রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:৫৬:৪১

সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ভাষ্কর দেবনাথ বাপ্পি

সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ভাষ্কর দেবনাথ বাপ্পি

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: পলাশ উপজেলার ২০১৭ইং বর্ষের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ীতে মোট ১৬টি কেন্দ্রে ৪৩৩৯ জন পরীক্ষার্থী। তবে, আজ ১৯ নভেম্বর রবিবার প্রাথমিক ও ইবতেদায়ী উভয় স্তরে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক সমাপনী পরীক্ষায়  (পিএসসিতে )পলাশে মোট ১১টি কেন্দ্রে ৪০০২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করার কথা থাকলে ও ৩৯৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাকী ৫৪ জন অনুপস্থিত থাকে।

ইবতেদায়ী সমাপনীতে  মোট ৫ টি কেন্দ্রে ৩৩৭ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলে ও ২৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায়  অংশগ্রহণ করে। বাকী ৫৪ জন অনুপস্থিত থাকে।

উল্লেখ্য যে, সুষ্ঠ শু-শৃঙ্খল ভাবে পরীক্ষা নেওয়ার লক্ষে উপজেলার বিভিন্ন কেন্দ্র  পরিদর্শন করেন  উপজেলা নির্বাহী অফিসার ভাষ্কর দেবনাথ বাপ্পি। পরীক্ষা কেন্দ্রের বাহিরে পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময়  করেন । পরীক্ষা কেন্দ্রগুলোতে থাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রশ্নপত্র ফাঁসরোধে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে প্রশ্ন পত্র সরবরাহ করবে ।এ সময় কোনো পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
তিনি আর ও জানান, পরীক্ষার দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়মেরক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।
এমটি নিউজ/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে