সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ১০:৫৯:৩৯

নারী উন্নয়ন জাতীয় উন্নয়নের পূর্বর্শত: আফরোজা দিলীপ

নারী উন্নয়ন জাতীয় উন্নয়নের পূর্বর্শত: আফরোজা দিলীপ

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি আফরোজা দিলীপ বলেছেন, আমাদের বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ নারী। তাই নারী উন্নয়ন জাতীয় উন্নয়নের পূর্বর্শত।

বর্তমান সরকার, নারীদের সমান অধিকার দিয়েছে। সকল ক্ষেত্রে নারীর সমসুযোগ ও সমঅধিকার প্রতিষ্ঠা করছে। সরকার দেশের দুঃস্থ, গরিব নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে  বদ্ধপরিকর।

আজ সোমবার বিকালে  পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন  ৯নং ওয়ার্ডের  দড়িচর গ্রামে তাজমহল রানির  বাড়ীতে মহিলালীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পলাশ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাখাওয়াত হোসেন (খোকা)।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সপন কাজী, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মীর আমিনুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম(ইফতি),উপজেলা মহিলালীগের সম্পাদিকা তাজমহল রানি, পলাশ উপজেলা আওয়ামী মহিলালীগের সম্পাদিকা সেলিনা আক্তার,চরসিন্দুর ইউনিয়ন মহিলালীগের সভাপতি মাছুমা আক্তার লিজা,সাধারন সম্পাদক ফাতেমা আক্তার দিপা,ঘোড়াশাল পৌরসভার যুবলীগের সাধারন সম্পাদক শামিম ভূঁইয়া, গজারিয়া ইউনিয়ন আওয়ামী মহিলালীগের নেএী শাহিদা বেগম, ঘোড়াশাল পৌরসভার ৩নং ওয়ার্ড  মহিলা লীগের নেত্রী লাকি আক্তার, ঘোড়াশাল পৌরসভার আহŸায়ক কমিটির সাধারন সম্পাদিকা শাহনাজ আক্তার, ঘোড়াশাল পৌরসভা মহিলা কাউন্সিলার শারমিন সুলতানা,যুবলীগ কর্মী আরিফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী পপি রানী, মোরশেদা বেগম,থানা আওয়ামীলীগের মহিলা সদস্য মলিকা দত্ত,উপজেলা মহিলালীগের নেত্রী শাহনা ওবায়দুল (প্রমূখ)।
এমটি নিউজ/প্রতিনিধি/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে