মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭, ১১:৪৩:২২

পলাশে বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত্ব

পলাশে বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত্ব

তারেক পাঠান পলাশ-নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে  বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ ফাইনাল অনুষ্ঠিত্ব হয়েছে। আজ মঙ্গলবার  বিকালে পলাশ উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার কো-অপারেটিভ আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফুটবল প্রেমী হাজার ও মানুষের জল্পনা-কল্পনার মধ্যে দিয়ে খেলার প্রথমার্ধে ফ্রেন্ডস জাগরণী সংসদের ১২ নম্বর জার্জি পরিহীত খেলোয়ার মিএ প্রথম গোল করেন। পরে ৬০ মিনিটের মাথায় তিতুমীর সংঘের ৩ নম্বর জার্জি পরিহীত খেলোয়ার এমুকো গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। পরে ফ্রেন্ডস জাগরণী সংসদ ট্রাইফেকারের মাধ্যমে ৫-৪ গোলে পারুলিয়া সাধুর বাজারের তিতুমীর সংঘকে পরাজিত করে ফ্রেন্ডস জাগরণী সংসদ বিজয় দিবস গোন্ডকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে ফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন, নরসিংদী-২ পলাশের সাবেক সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন(দিলীপ),প্রধান অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন, নরসিংদী-২ এর বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খাঁন পোটন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস, বিপিএম পুলিশ সুপার আমেনা বেগম,উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক (শরীফ)।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে খেলায় আর ও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  আল্-মুজাহিদ হোসেন তুষার,(প্রমুখ)।

এদিগে,প্রথমবারের মতো পলাশ উপজেলায় বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমি (প্রায়)২৫০০০ হাজার দর্শক মাঠের চার পাশে জমায়েত হতে দেখা যায়। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দর্শকের হাতে একটি করে জাতীয় পতাকা দেখা যায়।  খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দেরসহ  রাফ্রেল ড্র. এর বিজয়ী দর্শকদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন ।
এমটি নিউজ/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে