মঙ্গলবার, ০৯ জানুয়ারী, ২০১৮, ০৭:০৫:১১

পলাশে শিক্ষা জাতীয় করণের দাবীতে শিক্ষক সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পলাশে শিক্ষা জাতীয় করণের দাবীতে শিক্ষক সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: মানুষ গড়ার কারিগড় শিক্ষক। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবী শিক্ষা জাতীয়করণের লক্ষে সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচী পালন করা সহ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে নরসিংদীর পলাশের শিক্ষক সমিতি। আজ সোমবার সকালে পলাশ উপজেলা সদর রোডে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি পলাশ উপজেলা শাখার সভাপতি মাহবুব কবিরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, পলাশ উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম,পলাশ থানা সদর স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, পলাশ পাইলট স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,শিক্ষক আমির হোসেন,নূরুজ্জামান গাজী,যাদব চন্দ্র দাস,আমীর হোসেন সরকার,নজরুল ইসলাম (প্রমূখ) ।
উল্লেখ্য যে, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি সকল জেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল,জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী,অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা, আগামী ২১ থেকে ২৭ জানুয়ারি স্ব-স্ব এলাকার মাননীয় সংসদ সদস্য,জন প্রতিনিধি,রাজনীতিবিদ,ম্যানেজিং কমিটি/গভনিংবডি, অভিভাবক,সাংবাদিক,পেশাজীবী,বুদ্ধিজীবীসদ সংশ্লিষ্টদেও সাথে মত বিনিময় করা, ২২ জানুয়ারি স্কুল,কলেজ,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট পালন করা, ও আগামী ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা যায় ।
এমটি নিউজ/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে