রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৩১:১১

সমাপ্ত হল পলাশের তিন দিনব্যাপি উন্নয়ন মেলা

সমাপ্ত হল পলাশের তিন দিনব্যাপি উন্নয়ন মেলা

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি: পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল  নরসিংদীর পলাশের তিন দিনব্যাপি উন্নয়ন মেলা। উন্নয়ন মেলার আনন্দ আরো বাড়িয়ে দিতে আজ শনিবার  দিনব্যাপি উন্নয়ন মেলার মাঠে উপজেলা প্রশাসনের  উদ্যোগে উপজেলার বিভিন্ন,স্কুল ,কলেজ, মাদ্রাসার  ছাত্রছাত্রীদের নিয়ে চিত্রাঅংকন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। সেই সাথে বর্তমান সরকারের উন্নয়নের সাফল্য তুলে ধরতে উন্নয়ন মেলা প্রাঙ্গণে ভাল সেবা প্রদানের জন্য ৪৬ টি স্টল গুলোর মধ্যে ও প্রতিযোগিতার  আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্প্রি সভাপতিত্বে  শেষ দিনের উন্নয়ন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন,উপজেলা চেয়ারম্যান  সৈয়দ জাবেদ হোসেন।

এ সময়  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন। এ বছর উন্নয়ন মেলায় ভাল সেবা দেওয়ার জন্য প্রথম স্থান অর্জন করেন, উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম,২য় স্থান অর্জন করেন,পল্লী বিদ্যুৎ সমিতি-১ পলাশ,নরসিংদীর ডি.জি.এম অনিতা বর্ধন, ও তয় স্থান অর্জন করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসেন ভূঁইয়া।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে