বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:২৮:০৬

ইউরিয়া কারখানার মূল্যবান মালামাল চুরি! হাতেনাতে আটক ১, পলাতক ৪

ইউরিয়া কারখানার মূল্যবান মালামাল চুরি! হাতেনাতে আটক ১, পলাতক ৪

তারেক পাঠান পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে ইউরিয়া সার কারখানার মূল্যবান মালামাল চুরির সময় মনির হোসেন নামে একজনকে হাতেনাতে আটক করেছে পলাশ উপজেলার আনসার সদস্যরা। আজ বুধবার ভোর রাত ৪.৩০ মিনিটে কারখানার ওয়্যার হাউজ জেনারেল ষ্টোরের মাঝামাঝি স্থান দিয়ে সার কারখানার মূল্যবান বৈদ্যুতিক ক্যাবল চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে। আটককৃত মো: মনির হোসেন পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

মনির হোসেনকে প্রাথমিক ভাবে জেরা করার পর তার সঙ্গে থাকা চোর চক্রের বাকি চার জনের নাম প্রকাশ করে। তারা হল দেলু মিয়া,ওহিদুল্লাহ ,গাংগু ও মকবুল। পলাতক সকল চোরদের বাড়ি উপজেলায় দড়িহাওলা ও ভাগ্যের পাড়া গ্রামে। আটককৃত আসামী আর ও জানায়, আমরা সবাই দেলু মিয়ার নেতৃত্রে কাজ করি। সে হচ্ছে আমাদের টিম লিডার।

পলাশ উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্রে উপজেলায় অবস্থিত ইউরিয়া সার কারখানায় কর্মরত আনসার সদস্যদের মধ্যে আনসার কমান্ডার আক্তারউজ্জামান, আসাদউল্লাহ,লুৎতফর,ফজলুর রহমান,রাশেদুল ও রবিন, (আরপিসি) তাদের কড়া পাহাড়া ও দক্ষ কর্মের মাধ্যমে ইউরিয়া সার কারখানার মূল্যবান মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য যে, আনসার সদস্য আসাদউল্লাহ, এর আগে ও তার কর্মের দক্ষতার মাধ্যমে সার কারখানার মূল্যবান মালামাল সহ চোর চক্রের সদস্যকে আটক করেন।
এমটি নিউজ/প্রতিনিধি/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে