বুধবার, ০১ নভেম্বর, ২০১৭, ০৯:১৪:১৭

পাবনায় এক প্রেমে তিন মৃত্যু

 পাবনায় এক প্রেমে তিন মৃত্যু

পাবনা: পাবনার সাঁথিয়ায় কিশোর প্রেমের করুণ পরিণতি ঘটেছে। এক প্রেমের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সাঁথিযা উপজেলার বালিয়াকান্দি গ্রামে প্রেমে ব্যর্থ হয়ে রাসেল নামে এক কিশোর প্রেমিক আত্মহত্যা করেছে।

প্রেমিকের এ আত্মহত্যার খবর শুনে প্রেমিকাও আত্মহত্যা করেছে। প্রেমিক নাতি রাসেলের লাশ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার দাদারও মৃত্যু হয়। এক প্রেমের ঘটনায় তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোটা উপজেলায় সৃষ্টি করেছে তুমুল চাঞ্চল্য।

পুলিশ জানায়, প্রেমে ব্যর্থ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালিয়াকান্দি গ্রামের বিদেশ প্রবাসী সিদ্দিকুর রহমানের ছেলে ক্ষেতুপাড়া আব্দুর সাত্তার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রবিউল ইসলাম রাসেল (১৬) গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। এ সংবাদ শুনে বুধবার সকালে প্রেমিকা সাদিয়া আক্তার ঋতু (১৬) বাবার বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

সাদিয়া একই গ্রামের আবু সাইয়িদের মেয়ে। নবম শ্রেণিতে একইসঙ্গে পড়া অবস্থায় ঋতুর সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিন মাস পূর্বে আতাইকুলায় বিয়ে হয় ঋতুর। ঘটনার দিন বাবার বাড়িতে ছিল ঋতু। নাতি রাসেলের লাশ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় দাদা মাসুদ মোল্লার (৫২)। পরে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

সাদিয়া আক্তার ঋতুর মা জাবেদা খাতুন জানান, রাসেলের লাশ দেখতে যাওয়ার কথা  ঋতুকে বললে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। পরে তার ঘরে গিয়ে আঁড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা অবস্থায় দেখা যায়।

এদিকে রাসেলের মা রুলিয়া খাতুন জানান, আমার ছেলে ও ঋতু একই সঙ্গে স্কুলে যেত। তাদের দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তা আমরা জানতাম না।

ক্ষেতুপাড়া আব্দুর সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন জানান, আমি ছাত্র/ছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছি। তারা খুব ভালো শিক্ষার্থী ছিল। দু'জনের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়ে তারা জানেন না।

খবর শুনে সাঁথিয়া থানার পুলিশ পৃথকভাবে এই কিশোর প্রেমিকযুগলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম ইনাম জানান, প্রেমের ঘটনায় দুই জন আত্মহত্যা করেছে। তাদের লাশ পাবনা মর্গে রাখা করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে