শনিবার, ৩১ মার্চ, ২০১৮, ০৯:২৫:০৮

পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাত, নিহত ৩

পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাত, নিহত ৩

পাবনা থেকে : পাবনা জেলার সুজানগর উপজেলায় নিজের জমিতে পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন একই গ্রামের ৩ কৃষক। শনিবার সকাল ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় গাজনার বিলে তারা বজ্রপাতে মারা যান। নিহতরা হলেন উপজেলার মানিকহাট ইউনিয়নের বিক্রমাদিত্য গ্রামের মুক্তার শেখের ছেলে দুলাল হোসেন (৪০), আব্দুল আজিজ মোল্লার ছেলে আব্দুল আলিম (৩২) ও মোতাহার আলীর ছেলে লইম উদ্দিন (৫০)।

নিহতের পরিবার জানান, শুক্রবার সকালে উপজেলার হাটখালি মৌজার গাজনার বিলে নিজের জমিতে পেঁয়াজ তুলতে যান ওই তিন কৃষক। পরে এ দিন সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রাতে তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

শনিবার সকালে ওই মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে স্থানীয় কয়েকজন কৃষক তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. ফরহাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শনিবার বিকালে নিহত ৩ কৃষক পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করেন এডিএম রেজাউল করিম।

এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) কায়ছারুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল প্রমুখ উপস্থিত ছিলেন।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে