শনিবার, ২১ এপ্রিল, ২০১৮, ০৮:০২:১৩

‘অনেক চেষ্টা করেও মেয়েটিকে বাঁচাতে পারলাম না’

‘অনেক চেষ্টা করেও মেয়েটিকে বাঁচাতে পারলাম না’

পাবনা থেকে : পাবনা শহরের শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর ধসে এক শিক্ষার্থী নিহত ও অপর তিন শিক্ষার্থী আহত হয়েছে।

নিহত আফরিন নাহার (১২) শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে। সে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী সিদ্দিকী জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণসামগ্রী রেখেছিলেন ঠিকাদার। শনিবার সকালে স্কুলের দেয়ালের পাশ দিয়ে কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিল।

এসময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে শিক্ষার্থীদের উপর। এতে গুরুতর আহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী আফরিন নাহার, আফসানা খাতুন, শিশু শ্রেণির ছাত্র আল আমিন ও ইসমাইল হোসেন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, তাদের মধ্যে আফরিন ও ইসমাইলের অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় আফরিন।

এদিকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাফিউল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

অন্যদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছুসময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন দুঃখ প্রকাশ করে বলেন, অনেক চেষ্টা করেও মেয়েটিকে বাঁচাতে পারলাম না। এ ঘটনায় দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। -সমকাল

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে