রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৪৫:২১

প্রজাপতির আত্মহত্যা

প্রজাপতির আত্মহত্যা

তাসলিমা রুম্পা

যে পথে তৈরি হয়েছে প্রেমের ইতিহাস

সেই পথে তাকিয়ো না কিংবা হেঁটোনা।

বিষম খাবে, যখন দেখবে সেই পথ আজ অন্ধকারে ঢাকা।

 

যদিও বলেছিলে ,

প্রেমের ইতিহাস  আবার তার পথ!   

আমরা চিনি নাই কোনোদিন,স্রেফ কল্পনা করেছি।


শূন্যতায় মিশে গেছে সেই পথ,

চোখের জমা অশ্রুতে ঝাপসা চারপাশ।

তুমি বরং শূন্যতাকে মেনে নাও,

আমি বিষাদকে বুকে লালন করবো।

বেশ তো আছি বিষাদ আর শূন্যতার মাঝামাঝি অবস্থানে,    

যার জ্যামিতিক  কোনো ব্যখ্যা হয় না।

 

কিংবা,

তুমি স্মরণ করো জীবন বাবুকে,

যে বনলতার চোখে প্রেম দেখেছে।

আমি গোপনে কাঁদতে দেখেছি কবির প্রেমিকাদের,

 যখন কবি অন্য রমণীদের নিয়ে কবিতা লিখে।

নদীর জলের ভাসমান কচুরিপানা জানে

আমাদের নৌকা ভ্রমণের কথা।

নদীতে আত্মহত্যা করা ,

প্রজাপতির কি ঘুরে এসেছিলো মহাকাল!

সখ্য করা তারাও একসময় খসে যায়।

আমরা খুঁজতে থাকি আপন ঠিকানা,

যেভাবে অন্ধ খুঁজে পথ,আর ভিখারি ঈশ্বরের আশীর্বাদ।
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে