রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ০২:৩৯:৫৪

সম্পর্ক

সম্পর্ক

কাকে যেন খুব মিস করছি,


কিংবা কেউ আমাকে...


সময়ের বাঁকে ভেসে চলে জীবন


অসীম ভাবনা স্রোত হয়ে ভাসায় অতলান্ত প্রেম


ধূসর স্বপ্ন কাঁদে ভোরের কুয়াশারূপে;


মনোজগতে ধাঁ ধাঁ জমে


সম্পর্কের টানাপোড়ন বড় বেশি


রক্তের চেয়ে আত্নার প্রগাঢ় টান


আমি সম্পর্ক তাকে বলি;


আমি আকুল হই না কৃত্রিম ব্যাকুল ভালবাসা লাগি


আমি কবিতায় জীবনের প্রতিচ্ছবি আঁকি


এখানে পট বদলে যায়, সম্পর্কে নতুনত্ব আসে


পাড় ভাঙা নদীর যেমন চর জাগে অবলীলায়;


জানালা খুলে দেখি উন্মুক্ত নীলাকাশ


বড্ড দূরের মনে হয়


সবুজ পাতাগুলো আর সবুজ লাগে না


রক্তের ছকে বাঁধা সম্পর্কগুলোও ইদানীং এমনি লাগে


কেমন যেন বিবর্ণ, বিদঘুটে অন্ধকারের মতো


আমি তলিয়ে যাই, আমি তলিয়ে যাই রক্তের স্রোতে


কান্নার স্রোতে শব্দহীন শব্দের ভীড়ে।
২৫/১২/২০১৬
২৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে