শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ০৩:৪৫:১২

তবুও তারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে

তবুও তারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে

এআর: ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশকে সমর্থন দিতে লাল-সবুজের জার্সি পরে এসেছিল পরিবারটি। আট-দশ জনের মতো তারাও জানতো ভাঙা চোরা দল নিয়ে বেশি দূর এগোতে পারবেনা তামিম নেতৃত্বাধীন দলটি। যেখানে দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম-মুমিনুল ও ইমরুল কায়েসের মতো খেলোয়াড়রা নেই সেখানে ইনিংস স্কোর কত হতে পারে সেটা সকলেরই মতো হয়তো তাদেরও রয়েছে ধারণায়।

তারপরও পরিবারটি এসেছেন দূর্বল বাংলাদেশকে সমর্থন দিতে। আসলে এটাই প্রকৃত ভালোবাসা। জানে ভাঙা চোরা দল নিয়ে বেশি দূর এগোতে পারবে না তামিম ইকবাল। তবুও তারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। আর এই ভালোবাসার কারণে দিনে দিনে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রিকেট।

সিরিজের শেষ ম্যাচটিতে দলের সিনিয়র খেলোয়াড় তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট কিছুটা হাসতো তবে দিন শেষে টাইগার শিবির বেশ রমরমাই থাকতো। কিন্তু তা আর হলো কই? তামিমের সঙ্গী হিসেবে নামা সৌম্যের ৮৬ রান আর সাকিব আল হাসানের ৫৯ রানের ইনিংস বিপাকে পড়া দেশকে কিছুটা স্বস্তি দেয়। তারপর শেষের দিকে অভিষেক হওয়া সোহানও কিছুটা দলকে টেনে নিয়ে যান। যার ফলে দিন শেষে সব উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। কিন্তু কথা হলো স্বাগতিকদের বিপক্ষে কতটা ফাইটিং স্কোর এই রান?

বি.দ্র: একান্তই পাঠকের ব্যক্তিগত মতামত। সম্পাদক এর জন্য দায়ী নয়।
২০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে