রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২০:৩২

তোমার জন্য, হে নকীব!

 তোমার জন্য, হে নকীব!

বিদ্রোহী  নজরুল,
কলমি নকীব, ফের এসো হে
ভাঙ্গতে জাতির ভুল।
জাতিতে জাতিতে আজ হানাহানি
দেশে দেশে আজ রক্তপাত,
ঘরে ঘরে দেখ বুলেট বারুদ
মানবসৃষ্ট বজ্রাঘাত।
যুদ্ধ  ধ্বংস অবিশ্বাসের
ময়লা জমেছে সংবিধানে,
গণতন্ত্র মানবাধিকার
ভূলুণ্ঠিত  দুঃশাসনে।
ধর্মে  ধর্মে  চরম যুদ্ধ
বর্ণে গোত্রে বিভেদ আজ,
সৃষ্টির সেরা মানুষেরা যেন
হায়েনা কুকুর শকুন বাজ।
মানুষের  রক্ত মানুষে খেয়ে
পিশাচের মত হাসতে পারে,
এমন পতন সহনশীলতার
পশুও দেখে নি ধরনী পরে।
কাঁদছে আকাশ কাঁদছে বাতাস
দলিত মথিত পাপড়ি  দল,
নিঃস্ব  কাঁদে বিশ্ব জুড়ে
নীতি নিষ্টারা আজ বিকল।
সুসভ্যতা সুন্দর স্নেহ
সমতা মমতা আজ আর নাই,
জনে মনে দ্বেষ হিংসা অশেষ
মানুষ নাই আর মানুষে,হায়!
বলেছ তুমি, শান্ত হবে
সেদিন যেদিন রবে না রণ,
রবে না কান্না ক্ষুধা হাহাকার
রবে না শোষণ আগ্রাসন।
প্রিয় নজরুল, মানুষের কবি,
গাও হে এসে সাম্য গান,
চায় তোমাকে নিঃস্ব নিখিল
চায় তোমাকে বিশ্ব প্রাণ।
বাজাও আবার বিষের বাঁশি
কর বিদ্রোহ আন্দোলন,
আন বিশ্বে প্রেম  ভালবাসা
সৃষ্টি  সুখের  উচ্চাসন।
এসো সত্যের হুঙ্কার নিয়ে
এসো মিথ্যারে দলিতে পায়,
এসো শান্তির সূর্য সেনা
বাঁচাও জাতি যে মৃত্যু প্রায়।
কোথায় তোমার অগ্নিবীণা
মৃত্যুক্ষুধা ভাঙ্গার সুর?
প্রিয় নজরুল! বিশ্ববিভা
জাগাও আঁধার অবনী পুর।
কবিঃ অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী (ছাত্র অক্সফোর্ড, লন্ডন)  
(সম্পাদক দায়ী নয়)
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে