মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:৩১:২৬

বাবা মানেই সব আবদারের এক অফুরন্ত ভান্ডার

বাবা মানেই সব আবদারের এক অফুরন্ত ভান্ডার

তোকে আর পড়বার টাকা দিতে পারবো না, তুই যেভাবে পারিস টাকা জোগার করে পড়ালেখা কর।

--- বাবা আমি তো চাকরি করি না কিভাবে বই কিনবো ! কিভাবে পড়াশুনো করবো !
--- আমি কিভাবে বলবো তুই কিভাবে পড়বি, আমার বয়স হয়েছে আমি আর পারছি না, কাজ করতে কষ্ট হয়।।।।

এই কথা বলেই বাবা ঘুমাতে গেলেন

পড়াশুনো করবার প্রবল ইচ্ছে আমার, তাই কেদেই ফেললাম, এই ভেবে যে, আমার বোধ হয় আর পড়াশুনা করা হবে না,
বাবার মত আমিও হয়তো রিক্সা চালাতে হবে,
যতই ভাবছি ততই কান্না পাচ্ছে ।।

আমি তখন মাত্র এস,এস,সি পাশ করে কোন ভাবে ইন্টার এ ভর্তি হয়েছি , কোন কাজই ভালোভাবে করতে পারি না ,

আশে পাসে কোথাও টিউশনির সুযোগ ও নেই যে, টিউশনি করে কোনভাবে পড়াশুনো টা চালিয়ে যাবো ।।।

কোন উপায়ই আমার কাছে ছিলো না, তাই ভাবলাম আগামি পরশুদিন ঢাকা চলে যাবো
আর সেখানে কোনোএকটা চাকরি করবো।।।।

আমার পড়াশুনোর গল্পটা এখানেই শেষ, ছাত্রজীবন এর সমাপ্তি এই খানেই।।।

এই কথাগুলো ভাবতে ভাবতে টেবিলেই ঘুমিয়ে পরলাম।।।।

খুব ভোরে ঘুম ভাঙলো,
ঘুম থেকে উঠে বাবাকে বাসায় পেলাম না ।।
সকাল ১০ টার দিকে বাবা রিক্সা নিয়ে বাড়ি আসলো ,।।।

----তাড়াতাড়ি রেডি হয়ে নে
----কেন বাবা !
--- যা বলছি তা কর ।।। বেশি কথা বলবি না ।।।

খুব কষ্ট লাগছিলো বুকের বাম পাশে
বাবা বুঝি আমায় কোন গ্যারেজ এ দিয়ে দিবে, নাকি রিক্সা চালানো শিখাবে !!

বাবার সাথে মন খারাপ করে চলে গেলাম, । এলাকার সবচাইতে বড় লাইব্রেরীতে নিয়ে গেলো
আর বল্ল সব বইগুলোর নাম বল,

আর দোকানদার কে বলবো
ও যে বই চায় সবগুলো দিন।।।

বাবার এই কথা গুলো শুনে আমার চোখে পানি চলে এলো, আসলে বাবা-মা তার সন্তান কে কটতা ভালো বাসতে জানে তার কোন হিসেব নেই। ।।।।

আল্লাহ যেন প্রত্যেক বাবা-মায়ের আশা পুরন করেন।। আমীন ..!

লেখাঃ-মোঃ জয়নাল আবদীন
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে