সোমবার, ০৩ এপ্রিল, ২০১৭, ০১:০৭:১৫

দশটি সত্য কথা

দশটি সত্য কথা

আজাদ আবুল কালাম: জেনে নিন আমাদের সমাজের ১০ টি সত্য কথা:-

১: অন্যের সমালোচনা আপনার জন্য সহজ, কিন্তু নিজের সমালোচনা শুনতে অনাগ্রহী ।

২: অন্যের ভুল ধরা আপনার এক ধরনের ক্রেডিট, কিন্তু নিজের ভুল সেতো দুধ ভাত !

৩: অন্যের উন্নতি আপনার চোখের বিষ, কিন্তু নিজের উন্নতি বাহ্ বাহ্ পাওয়ার যোগ্য ।

৪: অন্যের অবহেলা আপনার জন্য অসহ্য, কিন্তু নিজের অবহেলা তাদের প্রাপ্যতা ।

৫: অন্যের ভালোবাসা পেতে আপনি উদগ্রীব, কিন্তু অন্যকে ভালোবাসতে আপনি কৃপণ ।

৬: অন্যের কষ্টে আপনি ব্যথিত নন, কিন্তু নিজের কষ্টে অন্যদের সমবেদনা আশা করেন ।

৭: অন্যের আনন্দে আপনি অংশীদার, কিন্তু নিজের আনন্দে তারা অবহেলিত ।

৮: অন্যের পাপ আপনি প্রকাশে আনন্দিত, কিন্তু নিজের পাপ সেতো পাসওয়ার্ডে লক করা ।

৯: অন্যের সম্পত্তি আপনার হিংসার কারণ, কিন্তু নিজের বিত্ত বৈভব সেতো গরিবানা ।

১০: অন্যের প্রতিভায় আপনি ঈর্ষান্বিত, কিন্তু নিজের প্রতিভা সেতো মহীশুর ।

এগুলো কি আসলে আমাদের চরিত্র হওয়া উচিত ??

 Azad Abul Kalam
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে