বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০৭:৩০:৪০

ইসলাম শান্তির ধর্ম

ইসলাম শান্তির ধর্ম



 

 

জাহাঙ্গীর বাবু (সিঙ্গাপুর প্রবাসী)

ধর্মের কোন দোষ নেই, দোষ পালনকারীর অক্ষমতার
না জেনে, কম জেনে বুজর্গী ঝাড়া রুসূম আজব ধর্ম নিরপেক্ষতার ।
বক ধার্মিক ধার্মিক নয়, ইসলাম শান্তির ধর্ম, উগ্রতা ইসলাম নয়,
শান্তিতে হোক ইসলামের পরিচয়।

জন্ম দিলে আজান, কোরান হাদিস খুঁজে ইসলামী নাম ,
মরনের কাফনে জানাজা আল্লাহর নাম।
মাঝখানে বিশাল সময় ইসলামের বদনাম।
হায়, হায় আমি কত বড় নাফরমান !
আফসোস, আমি জন্ম নিয়েই নামেই মুসলমান।

মুসলিম হয়ে ইসলামে, মুসলিমে মাজহাবে গরুপিং বিভাজন!
ইসলামের বড় দুশমন মাজহাব বিভাজন ,
ফাঁক ফোঁকরে ঢুকে যায় ষড়যন্ত্রের দুশমন।

অন্ধ কুসংস্কারে ,অল্প শিক্ষার আঁধারে ,
অর্ধ শিক্ষার বাহারের দায়ী নয় আলকোরান।
দুর্বল চিত্ত,দুর্বল ঈমান, আল্লাহ নয়, ভরসা মানুষে,
,সৃষ্টি কর্তার গুণগানে নয়, ভাসি সৃষ্টি সুখের উল্লাসে !

উগ্রতা নয় শান্তিতে হোক ইসলামের পরিচয়।
আপোষ নয়, হোক হুদাইবিয়ার সন্ধি, ঈমান আমল আখলাক শক্ত করি ।
মনুষত্ব্য, মানবতায় ইসলামকে তুলে ধরি।
রক্তপাত নয়, শান্তি, ধৈর্য্যের মাঝে ইসলামের দ্যুতিতে
শান্তির অমিয়বানী প্রচার করি।

কি বলেছেন আল্লাহ আমার ,কি বলে গেছেন নবী, তাই অনুসরণ করি।
খুন নয় রক্তপাত নয়, যুগের সাথে এসো শিথিল সন্ধি করি,
ইসলামের আলোয় নিজেকে গড়ি।

চাপিয়ে দিয়ে নয়, নিজ গুনে, ব্যাবহারে, কাজে,
সততায় ধর্মকে তুলে ধরি, অন্যকে নিজ ধর্মে আকৃষ্ট করি।
কথা আর কাজে ঈমানে আর জোবানে,
বেশ ভূষা আমলে, কলব পরিষ্কার করি।

পাঞ্জেগানা নামাজে প্রভুর কাছে নিজের অর্পণ করি।
ইসলাম শান্তির ধর্ম প্রমান করি।
নিজেকে পশু নয় মানুষ প্রমান করি ,
আল্লাহ এক স্বীকার করি।
নবী হজরত মুহাম্মদ (স:) আখেরী নবী স্বীকার করি
নি:স্বর্ত বিশ্বাসের অপর নাম ইসলাম বিশ্বাস করি
রক্তপাত নয়, বিভাজন নয়, ধর্মান্ধতা নয়,
নিজের বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেয়া নয়।
ইসলাম মানেই শান্তি চিরদিন থাকবে এই পরিচয়।
ইসলাম এক ঐক্য, চাই ঐক্যতা মানবতায়,
ইসলাম শান্তির ধর্ম প্রমান করার দায়িত্ব আমার উপর বর্তায় ।
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে