শুক্রবার, ১৯ মে, ২০১৭, ১১:২২:৫১

স্বপ্নের নীলপরী

স্বপ্নের নীলপরী

কাল রাতে স্বপ্নে তোমাকে দেখেছি,
তুমি বললে আমাকে ডেকে,
দেখো তোমার জন্য সেজে এসেছি।

ঘুমানোর আগেও প্রত্যাশায় ছিলাম আমি,
তুমি আসবে নীল রঙের একটা শাড়ী পরে
এসে বলবে ‘‘এই যে হ্যালো আপনি বিজি নাকি’’?

স্বপ্নে আমি কী উত্তর দিয়েছি? সেটা এখন আর মনে নেই
তবে তোমাকে দেখব বলে- কিছু কথা জমিয়ে রেখেছিলাম,
সেই কথাগুলোও ভুলে গেছি- স্বপ্নে নীলপরী রূপে তোমাকে দেখে।

কাল রাতটা আমি আনন্দ আশ্রমে শঙ্খ বাজিয়েছি
ঋষির গলার মাদুলি প্রাচীন প্রেমপ্রবাহের যে সাক্ষ্য দেয়,
তা দিতে গিয়ে হঠাৎ ঘুম ভেঙে বঞ্চিত হলুম স্বপ্ন থেকে।

লেখক, আল-আমিন শিবলী, ঢাকা কলেজ।

১৯ মে ২০১৭/এমটি নিউজ/পিএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে