রবিবার, ০৬ আগস্ট, ২০১৭, ১১:২৭:০৯

বন্ধু হৃদয়ে রাখিস মোরে

বন্ধু হৃদয়ে রাখিস মোরে

বন্ধু, আয় বুকে আয়

চলার পথে হলোই যখন ফেরদেখা

হ্যান্ডশেক নয় ! কোলাকুলি করি

স্মৃতিটুকু হৃদয়ে- থাক দারুনভাবে লেখা ।

বহুদিন, বহুসময় গেল কেটে

তবুও, তোর স্মৃতিভরা নিউরণগুলো মাঝে মাঝেই দেয় নাড়া

ব্যস্ত কেন চলে যেতে ?

বন্ধু, আর কিছুক্ষণ দাড়া !

ক্যাম্পাসের সে দিনগুলো আছে কি মনে তোর

কতো রাত গল্পেই কেটেছে - নির্ঘুম চোখেই হয়েছে ভোর !

কতো বিকেল হেটেছি দুজনে কাঁধে রেখে হাত

কতো গান গেয়েছি মোরা -ছিলোনা বাস্তবতার বাঁধ !

একসাথে পড়েছি, একসাথে থেকেছি –

সুখে দু:খে সারাবেলা

ভুল বোঝাবুঝি সব দূরে ঠেলে-

মাতিয়ে রেখেছি বন্ধুত্বের সকল খেলা !

বন্ধুতা মেশানো সে দিনগুলো বেশতো ছিলো

যেন নানান রঙে ফোটা নানান ফুলের একটা বাগান

ছড়িয়ে ছিটিয়ে আজ আছি দুর দুরান্তে

বন্দুত্ব সেতো কখনো হয়না ম্লান ।

বুঝিনা, বিছিন্নতার এ সমাজ মাঝে-

তবুও কেন আবেগী হয়ে যাই

কখনো কখনো হয় যে মনে

বন্ধু- সেতো মায়ের পেটের ভাই !

বাস্তবতার মাঝেও, বন্ধুর জন্য মন পোড়ে তোর ?

আমার যে ভীষণ পোড়ে !

ফেরদেখার বেলায় মিনতি আজ –

বন্ধু,হৃদয়ে রাখিস মোরে ।

------------------------
সাকিব জামাল
এমটিনিউজ/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে