বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ১১:৩১:৫৬

ভোলায় স্বাগতম: লেখক-মেহেদী হাসান কৌশিক

ভোলায় স্বাগতম: লেখক-মেহেদী হাসান কৌশিক

সমূদ্র কন্যার আমন্ত্রনে,শিখরের নিমন্ত্রনে,
এসো একবার, ডাকবোনা আর।
কি দেখতে চাও,নিশ্চয় বেলাভূমি?
তা তো সৃষ্টিই তেতুলিয়ার চরন চুমি।
হয়তো দেখতে চাইবে ধান-সুপারি-ইলিশের ঘর?
নয়তো জনহীন কোন ধু-ধু বালুর চর?
এসব সবই ভোলার আপন,নইকো কেহ পর।।

তরমুজের গভীর জলে মিটাবে তোমার তৃষা,
অকুতোভয়ে জন্মায় ভোলা,হাড়ায় না দিশা।
মেঘনা উদয় শিশু সূর্য, তেতুলিয়া অন্তিম--
বসবাস সবার,যেমন নতুন-কুড়ি,সভ্য-আদিম।
শস্য ক্ষেতে সবুজ আচল দেখতে যদি চাও?
ভোলায় ছাড়া কোথা পাবে,বলে আমায় দাও।
বটতলে রাখাল ছেলে বাজায় বাশের বাঁশি,
নাঙ্গা পায়ে কলশি কাঁখে দেখবে বধুর হাসি।

ধোয়ায় পা আদর করে বঙ্গোপসাগর তরঙ্গ,
আছে ইতিহাস,শৌর্য,বীর্য,রঙ্গ।
এখানে জন্মেছে তোফায়েল,মন্জু,কবি নাসির,
মোস্তফা কামালের মত সূর্য সন্তান-
যে বাংলার শ্রেষ্ঠবীর।

তুষার মানব,কৌশল অবিনব, করল হিমালয় জয়,
মুহিদের মতো সাহসী সন্তান ভোলায় শুধু রয়!
দূর্বার যোদ্ধা, সাহসী সন্তান, মৃত্যু করল লেনদেন,
জানো সে কে?
'৭১'এর বীর যোদ্ধা শহিদ মৃধা তানসেন!!
ক্ষুদ্র চোখে দেখছি যা লিখলাম তা বর্নে,
স্বাগতম তোমায় মনপুরা,
কুকরিমুকরি,আরিচার অরন্যে।

লেখক-মেহেদী হাসান কৌশিক
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এপিডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে