সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:০২:৫৪

মুক্তামাখা হাসি

মুক্তামাখা হাসি

তুমি হাসো মায়াবী মুখের নজিরবিহীন হাসি,
কণ্টকহীন বেলি ফুলের মত
যা সুখের নিদ্রানাশী!

অভূতোপূর্ব হাসিতে নেই সমুদ্রের উত্তাল ঢেউ,
আছে দীঘির জলের মৃদু জলতরঙ্গ-
যা আমি ছাড়া দেখবে না কেউ।

ঠোটপার্শ্বের প্রহরী তীলে মোড়ানো যাদুমুখে,
হাস্যোজ্জ্বল মুখের পতিত গালের টোলে-
তুমি হাসো স্বর্গীয় সুখে...!

বানের জলে ভেসে আসা প্রানী খুঁজে যেমন আশ্রয়,
এক সুদীর্ঘ নীরব হাসি প্রানময়
সেই কথাই আকুলস্বরে কয়।

মায়ামুখে তোমার হাসি উঁকি মারা যেন চাঁদ,
হাত রেখে হাতে মনে লয় সেই হাসি
দেখি সারারাত...!

কবি-মেহেদী হাসান কৌশিকি।

এমটি নিউজ/ আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে