বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১১:২৬

আমি আর আগের মতো নাই

আমি আর আগের মতো নাই

ফারজানা,
আমি আর আগের মতো
নাই। জানিস আমি আর থাকতে
পারছি না তোকে ছাড়া।
তোকে আমি অনেক ভালবাসি।
তোকে ছাড়া আমার
কিছুই ভাল লাগছে না।
পড়া লেখা, হাটা, খাওয়া
সব কিছুই এলোমেলো।
ভাব ছিলাম এইচএস সি
পরীক্ষার পর তোকে
আরো কাছে পাবো।
আর তুই আমাকে
একা করে ঢাকায় চলে গেলি।
জানিস এলাকায় আমি
ভাল নাই।
মন চায় ঢাকায় চলে যাই।
জানিস আমার বাবা
ভাল নাই।
তাই আমার আর ঢাকায়
পড়ালেখা করা হলো না
কিন্তু তোকে ছাড়া
আমার ভাল লাগে না।
জানিস আমি ঢাকা চিনি না
কি করে তোর কাছে যাবো।
তোর ফোন টা বন্ধ।
জানিস দিনে অনেক
বার কল দেই তোকে।
সত্যি তোকেই আমি আমার জীবনে
প্রথম ভালবাসি।
তাই তোর সাথে কাটানো
সময় গুলি ভুলতে পারি না
জানিস এখনো তোর চলার
পথ গুলোতে যাই
সেখানে গেলে তোর
কিছু ছোয়া পাই।
তোর কিছু ছবি ছাড়া
আমার কাছে আর কিছুই নাই।
জানিস এখনো রাতে
চোখের জল ফেলি
আর ভাবি আল্লাহ
যেন তোকে আমার কাছে
পৌছিয়ে দেয়।
আমি তোর জন্য অনেক
বার মরতে চাইছি
জানিস বাবা আমি মরে
গেলে সেও মরে যাবে।
তাই আমি এখনো তোকে ভালবাসি
কাউকে আর তোর মতো
ভাবতে পারি না।
তোর কথা মনে হলে
মোবাইলে লুকানে
ছবি গুলো দেখি
আর চোখের জল ফেলি।
আবার সেই ছবি লুকিয়ে
রাখি বল এভাবে
কি থাকা যায়।
যাকে জীবনের চেয়ে
ভালবাসি তাকে ভুলতে পারবো না।
জানিস অনেক
ফের্ন্ডরা বলে তুই নাকি
শহরে গিয়ে বদলে যাবি।
আমি জানি তুই বদলা বি না
এই শোন তোর সেই
পছন্দের চেন্টার ফ্রুট
কি খাস না
জানিস তোর সেই হাসি
মুখ টা দেখতে খুব
মন চাইছে।
ঈদে বাড়ি এলে আমার সাথে
এক টু দেখা দিস।
আর ভাল লাগে না
তুই চলে আয় নারে
আবার ভিজবো
বিদ্যালয়ের সেই পুরানো
রাস্তায়।
তুই আমাকে ছাতা দিয়ে
বলবি ভিজে যাস নে।
কবিঃ আওলাদ
(সম্পাদক দায়ী নয়)
১৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে