শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ১১:৪১:৩৮

জীবন: নাহিদা ইউছুফ

জীবন: নাহিদা ইউছুফ

জীবন মানে উন্মুক্ত পৃথিবীতে কারাগারের শিকল দুপা,
জীবন মানে  স্বাধীন পৃথিবীতে পরাধীনতার গ্লানি মাখা।

জীবন মানে সত্যের পরাজয়, মিথ্যের জয়,
জীবন মানে মুখ খুলতে সত্যে পায় অাজ ভয়।

জীবন মানে ক্ষুধার জ্বালায় এপাস ওপাস করা,
ঘুমরে মরে দু চোখের জলে জীবনের মানে খোঁজা।

জীবন মানে থাকবে না তার স্বাধীনতা,
মানতে হবে পরাজয় তার যার নেই ক্ষমতা।

জীবন মানে বিশাল পৃথিবীতে দারিদ্র্যের নেই ঠাই,
ডাস্টবিনের খাবার তুলে নিয়ে ভাগাভাগি করে খাই।

লেখিকা- নাহিদা ইউছুফ, ভোলা সরকারি কলেজ, ভোলা
এমটি নিউজ/আ শি/আই এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে