মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ০৯:৪৫:৫৬

আমার দাদার বয়সী সেই রিক্সামামা হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করলো সেই আপুর জন্য

আমার দাদার বয়সী সেই রিক্সামামা হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করলো সেই আপুর জন্য

ঘটনা:০১
চা খাচ্ছিলাম। হঠাৎ একটা আপু হন্তদন্ত হয়ে চা মামাকে চা, কলা,কেক আর পাউরুটি দিতে বললো। তাকিয়ে দেখি আপু রিকশায়।চা মামা খাবার গুলো দেওয়ার পর দেখি আপু খাবার গুলো রিকশাচালক মামাকে দিচ্ছে। মামা বেশ বয়স্ক। খাবার গুলো মামার হাতে দিয়ে আপু বিদায় নিলো।আমার দাদার বয়সী সেই রিক্সামামা খাবার শেষে হাত তুলে কেঁদে কেঁদে দূয়া করলো সেই আপুর জন্য (যদিও আপু দেখেনি)।

আমি অবাক! মানুষকে ভালোবাসলে কতো ভালোবাসা আর দূয়া পাওয়া!!

Moral: ভালো কাজের প্রতিদান ভালোবাসা আর দূয়া।

ঘটনা:০২
এক ভাইয়া রিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছিলো।দামাদামি করে সম্ভবতো ওঠেনি।মামা ১০ টাকা বেশি চাচ্ছিলো।ভাইয়া দেবে না।তুমুল তর্ক।হঠাৎ রেগে ভাইয়া চড় বসিয়ে দিলেন।মামা লজ্জা পেলেন। মাথা নিঁচু করলেন এবং ধীরে ধীরে বিড়বিড় করে বললো বাবারে এই বিদ্যা কামে লাইগতো না বলে বেড়িয়ে এলেন।আমি আতঁকে উঠলাম। কী ভয়াবহ!!

Moral: জানি রিকশাওয়ালা মামা ও অনেক সময় অন্যায় আবদার করেন।কিন্তু ওই রোদ-বৃষ্টিতে সারাক্ষণ পরিশ্রমে মাথা সর্বদা ঠান্ডা রাখা কিছুটা কঠিন। আমাদের ও তাদেরকে অনুভব করতে হবে। যদি ওই অবস্থায় আমরা পড়তাম তবে কেমনন হতো?

আসুন " Empathy " কে ধারণ করি

Mansura Mou
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে