শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৫:৫৯

এলোমেলো স্মৃতিগুলো

 এলোমেলো স্মৃতিগুলো

 

........এম.জে.আবেদীন

আমারই জগতে আমি আজি অতি অপরিচিত।
কিছুটা তার জিদের খেয়ালে, অতি অতি পরিমিত।
কিছুটা তার জীবন সমুদ্র, অতি অতি সীমিত।
আমারই জগতে আমি আজি অতি অপরিচিত।।

দিন যায় মাস যায়, যায় বারে বারে বছর কতো।
কথা থাকে স্মৃতি থাকে, থেকে যায় কদর যতো।
থাকবেনা কেন? মায়ের টান তো আর নয়তো পরিমিত।
আমারই জগতে আমি আজি অতি অপরিচিত।।

জীবন যখন চলছে যেখানে যেমন প্রতিনিয়ত;
জীবনের ঘূর্ণিপাকেও জীবন থেকে যায় দূর্বিনীত।
শত বাধা শত যাতা মুখোমুখি যার অবিরত;
আমারই জগতে আমি আজি অতি অপরিচিত।।

কাছের মানুষ যায় সরে যায়, হলে প্রয়োজন।
সময়ে নেই দেখা, অসময়ে মিথ্যে সব আয়োজন।
তারই সাথে চলছে জীবন, চলছে অবিরত।
আমারই জগতে আমি আজি অতি অপরিচিত।।

যাকেই দিয়েছ স্নেহ-মমতা, যাকেই দিয়েছ সম্মান;
সুযোগ বুঝে দিয়েছে ঘাত, সম্মান করে ম্লান।
যাকেই অর্পিত বিশ্বাস, ভঙ্গ করে সুযোগ মতো।
আমারই জগতে আমি আজি অতি অপরিচিত।।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে