শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ১১:৫২:২৩

মাটির এই দেহখানি

মাটির এই দেহখানি

এ দেহের প্রাণ এক দিন
      ফুরিয়ে যাবে।
লাশ হয়ে পরে থাকবে
মাটির এই দেহখানি।

কাঁদিবে স্বজন লাশের পাশে
      প্রতিবেশি এসে,
কাটিবে বাশ,খুড়িবে কবর।

কেউ বা আমায় দিবে গোসল।
       সোয়াইয়া খাটে,
        জানাজার শেষে
রাখিয়ে দিবে অন্ধকার কবরে,
মাটির দেহ যাবে মাটিতে মিশে।

তখন আর থাকব না আমি
    এই পৃথিবীর বুকে।
    থাকবে আমার লেখা
      স্মৃতি চিহ্ন হয়ে।

লেখক- মোহাম্মদ হেলাল উদ্দিন খলিল।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে