শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:১৮:৪৬

বিজয়ের এই দিনে

বিজয়ের এই দিনে

বিজয়ে স্মরি হিয়া স্পর্শ সুশীতল বাতাসে,
তোমরা করেছো দেশ মুক্ত বীরত্বে অ-ত্রাসে।
তোমাদের আত্মত্যাগ হবে না কভু অমলিন,
ভুলবোনা কোনদিন যা করেছো তোমরা বিলীন।

মহাকালের গাড়ি নিয়ে যাবে তোমা গল্প বহুদূর,
বাংলা থাকলে তোমরাও পাবে সমাদর।
১৬ ডিসেম্বরের এই দিনে বার বার পরে মনে,
হে বীর, তোমাহীনা স্বাধীন বাংলা ভাবি কেমনে।

ভাবি আমি নিরলে কেন হাসি মুখে হাসো বিরলে,
বাংলার প্রতিটি উন্নয়নের ছত্রে খুঁজে পাই আড়ালে।
হে বাংলার বন্ধু তোমাদের এই ঋন শোধিব কেমনে,
তাই ভাবি বসে একা একা বিজয়ের এই দিনে।

কবি- মেহেদী হাসান কৌশিক
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে