বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ১১:১১:২২

সুন্দর হে গ্রাম বাংলা

সুন্দর হে গ্রাম বাংলা

 

 

........এম.জে.আবেদীন।

এতো সুন্দর ক্যানো হয় গ্রাম বাংলার ছবি?
মুগ্ধ হয়ে জনম্ নিয়েছে শত-শত কবি!
সবুজে সবুজে নেত্রদ্বার, মুগ্ধতারই সবি।
এতো সুন্দর ক্যানো হয় গ্রাম বাংলার ছবি?

কিচিরমিচির পাখির ডাকে, ছন্দ সুরের মেলা।
ভোরের শিশির কাছে ডাকে, স্নিগ্ধতারই খেলা।
প্রাতরাশের পূর্বে দেখি, পূর্বাকাশেই রবি।
এতো সুন্দর ক্যানো হয় গ্রাম বাংলার ছবি?

সময়ে সময়ে নূতন সাজে, বলতে হয়না কেউ।
এইতো এইতো গ্রাম বাংলা, রুপ সাগরের ঢেউ।
গ্রাম বাংলার নির্মলতা, নিত্য দেখি সবি।
এতো সুন্দর ক্যানো হয় গ্রাম বাংলার ছবি?

সজনে সজনে মননে মননে এইতো এইতো জীবন।
এখানে এখানে ওখানে ওখানে না হোক নিপীড়ন।
এখনই যা, পূবেও তা, যেন কল্পনারই সবি।
এতো সুন্দর ক্যানো হয় গ্রাম বাংলার ছবি?

এতকিছু দিয়াছে যে, কিইবা করি তারই তরে।
তবুও সে দিয়ে যাচ্ছে, তারই জীবন ভরে।
তাইতো বলি তুমিই সুন্দর, শিল্পীর আঁকা ছবি!
এতো সুন্দর ক্যানো হয় গ্রাম বাংলার ছবি?
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে