রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৮:৩৯

তামিম যোগ দিয়েছেন

তামিম যোগ দিয়েছেন

স্পোর্টস ডেস্ক: ২৭ জানুয়ারি থেকে শ্রীলঙ্কা সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। যদিও এতদিন দলের সাথে ছিলেন না বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। চুলের চিকিৎসা সংক্রান্ত কারণে কদিন তিনি ছিলেন ক্রিকেট থেকে দূরে।

তবে রোববার দলের সাথে এসে যোগ দিয়েছেন তামিম। হেয়ার ট্রান্সপ্লান্ট জনিত কারণে কদিন বিশ্রামে থাকার পর দলের সাথে যোগ দিয়ে প্রথম দিন জিমনেশিয়ামেই বেশীরভাগ সময় কাটান তিনি।

ক্যাম্প শুরুর সময় দলের সাথে ছিলেন না ৩২ সদস্যের প্রাথমিক দলের তিন ক্রিকেটার তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মাশরাফি বিন মুর্তজা। তামিমের আগের দিন ক্যাম্পে যোগ দিয়েছেন ইমরুলও। তবে এখনও ক্যাম্পে যোগ দেননি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নতুন বছরের প্রথম দিকেই ক্যাম্পে দেখা যাওয়ার কথা তাকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৫ম আসর শেষ করে টি-টেন টুর্নামেন্টে অংশ নিতে দুবাই গিয়েছিলেন তামিম। সেখান থেকে ফিরে চুলের চিকিৎসা করাতে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং জাতীয় দলের ফিজিওর অনুমতি নিয়েই ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করতে গিয়েছিলেন তামিম। কিন্তু তিন দিনের এই চিকিৎসা শেষে দেশে ফিরে বিপাকে পড়েন দেশসেরা এই ওপেনার।

প্রাথমিকভাবে ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ এর দশদিনের মধ্যে অনুশীলনে ফেরার কথা ছিল তামিমের। ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করানোর ফলে শরীরে পানি নেমে যায়। যার ফলে অনেক ওজন বেড়ে যায়। মুম্বাইয়ে ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করানোর পর তামিমের শরীরে ইতোমধ্যে প্রায় চার কেজি ওজন বেড়ে যায়। যার কারণে ক্যাম্পের শুরুর দিনগুলোতে দলের সাথে থাকতে পারেননি এই জনপ্রিয় তারকা ক্রিকেটার।

২০১৭ সালটি বেশ ভালো গেছে জাতীয় দলের অবিসংবাদিত সেরা ওপেনার তামিম ইকবালের জন্য। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে এই বছর বাংলাদেশের সেরা তিন ব্যাটসম্যানের একজন হয়ে ছিলেন খ্যাতিমান এই ক্রিকেটার।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে