শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০১৮, ০২:১৯:৪১

সুখের কাঁটা

সুখের কাঁটা

  কবি- শাওন মল্লিক

তোমার এক পাশে থাকে শহর,
তোমার অপর পাশে থাকে নারী।
তবে পথিক তুমি কোন পথ লবে,
শহর, নারী না অরণ্য?

তুমি কোন পথে গেলে সুখ পাবে
তুমি কোন পথে গেলে,
বেশি ঠকে যাবে?

তুমি জানো না তুমি কি চাও,
তুমি বিভ্রান্ত, তুমি ইতস্তত,
তুমি যে পথেই যাও
তোমার প্রতিবিম্ব খুঁজে পাও,
ক্ষত বিক্ষত।

তোমাকে বুকে নেয় না তো শহর
তোমাকে কষ্ট দেয় নারী,
তোমাকে ফিরিয়ে দেয় ঘন অরণ্য নহর।

তবে পথিক তুমি কোন পথ লবে,
শহর, নারী না অরণ্য?
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে