শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ১০:১৬:৫৪

"প্রয়োজনের প্রিয়জন"

প্রয়োজনে প্রিয়জন!
সময় ফুরালে কোন জন?
সময় থাকিতে সুজন।

গেল, গেল, দুজন!

তাহা নাহি জানিলো তিনজন।

সময় সে যে বটে।

তবে,অসময়ে কেউ না থাকিল ঘাটে!

সুজন-কুজন দুয়ে,

মিলে হয় তিনজন।

থাকি না আমি আমার মতন।

আসা যাওয়ার মিল মেলাই,

নাহি হয়ইলাম আমি ভোজন।

মাঝি-সাঁজি পাড়ঘাটার ভাজি

পাড়ে করিল পাড়।
 তবে, তার নাই আর ষাড়!

মাঝি যে জন জানিলো সে জন,

তাহার নাই আর প্রয়োজন!

বেলা ফুঁড়ালো, মাঝিও নৌকায় আর নাহি থাকিলো।

সেজন কে বলিসনে,দয়াল মন!

প্রয়োজনের উর্ধ্বে আমি-তুমি নাহি কোনজন!

লেখক : সাইফুল ইসলাম খান

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে