মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৩৭:৪২

বসন্ত বন্দনা

বসন্ত বন্দনা

 


এম. জে. আবেদীন

বসন্ত আনন্দ এলো আজি বাংলার ঘরেতে।
নূতন সাজে প্রিয় স্বদেশ ঋতুরাজের পরতে।
শীতের শেষে অবশেষে দেখা দিলে পরমে।
ভুলেই গেলেম শীতের কষ্ট, যা ছিলো চরমে।

শহর বন্দর নগর গ্রামে আনন্দ উচ্ছাসে বেশ!
এইতো আজি এইতো সবই এইতো প্রিয় দেশ।
মানব সাজে নূতন বেশে; বসন্ত, সে তোমারই টানে।
এসেছো তুমি তোমারই সাজে, নিয়মেরই পানে।

আমাদের হায় শত ব্যস্ততায়, তবুও খুঁজি উপায়।
তব আনন্দ ভাগে,না হোক শতভাগে, অন্য মমতায়।
দিয়েছিলে যা যত্ন করে, রত্ন ভান্ডার হে বাংলার।
প্রকৃতি প্রেমী মোদের তরে তুমিই যে অলংকার।
.............@.........
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে