মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮, ০৮:৩৫:২৫

স্বাধীনতা তুমি এসেছ বলে

স্বাধীনতা তুমি এসেছ বলে

 কবি- মো. হাসানুল হক বান্না

তুমি এসেছ স্বাধীনতা-
স্বপ্নচারি অনন্য বাঙালির নিকষ ঘুমের আরালে,
নীলাম্বরে উড়োন পাখির মুক্ত ডানার মেলে।
ত্রিশ-লাখো শহিদ বাঙালির রক্ত খামের চিঁঠিতে,
হাসি-মুখের বরণ ডালায় দুঃখ-সুখের জালে।
ভোরের শিশির পরশমনির সবুজ সাঁয়রে ভেসে,
চাষা-কাঁধের লাঙল দাবির রঙিন ফসলি চাঁদরে।
নীলাম্বরির গরজে হাসির বরষা ভেলায় চড়ে,
উত্থাল-পাতাল ঢেউ খেলানো দরিয়া মাঝির বাহে।
নয় মাস যুদ্ধের রক্তক্ষয়ী গঙ্গা স্রোতের ঢেউয়ে,
আমার ভাইয়ের রক্তে রাঙানো ফেব্রুয়ারী হতে।
জটলা বাধা ময়দান হতে শেষ বার্তা ধ্বনি,
জাতির জনক গাইলেন যেথায় উচ্চস্বরের বানী।

স্বাধীনতা তুমি এসেছ বলে-
চারদিকে বাজে উল্লাসিত রুদ্র বিষাণ ধ্বনি,
রাখাল ছেলের ঠোঁটে আজ মুক্ত প্রাণের বাঁশি।
পথচলা শিশুর স্বাধীন অঙ্গিকারে,মুঠো হাতের খনিঃ
জয়ের নেশায় ছুটছে বিদিক করবে বাজিমাতি।
পতাকা উড়ে স্বাধীন আকাশে অর্ধ-নিম্ন বেশে,
গর্বে মোদের বুক ফুলে তাই জাতীয় সঙ্গিত গেয়ে।
উঠোন ছড়ে ক্ষইয়ের খেলা কিশোরী করে মুক্তমনে।
হিন্দু-বোদ্ধ,খ্রিস্ট-মুস্লিম ঐকতানে ঐক্য নিয়ে বাঁচে।
সবুজ কাননে রক্ত-গঙ্গা প্রতীমার মিলেছে সাক্ষাত,
বোধন বাঁশিতে বীর জাতির জেগেছে সুরের ছান্দ।
জননী মাতা জাহানারা ইমামের শহীদী হয়েছেসাজ,
একাত্তরের দিনগুলি আজ তব মুখর ম-ম বয়ান।

তুমি এসেছ স্বাধীনতা,
অবাধ কিশোরের দৌড়ে চলা লাল সবুজের গালে
ধানের ক্ষেতে গ্রামের গায়ে বাঁশ-পতাকায় উড়ে।
তরুন কবি,নবীন কবির কাব্য মাখা ছন্দ গাথা
লক্ষ্য কবির সবুজ-শ্যামল,রবি-শস্যের দেশে।
মুক্ত প্রাণের মাটি, গাছের ডালে সবুজ পাতায়
মিলেছে রৌদ্র হাসি।দোয়েল পাখির মিষ্টি সুরে-
কোকিল কুহুর ডাকে,আমের বনে ফাগুন ঘ্রাণে,
নতুন পাতার চাঁদর মেখেছে-আজ মুক্ত কুজন-শ্রী।
মাতৃভূমির চরণ ডাঙায়,প্রেমাবারিত বিজয়ের ধারায়,
স্বিগ্ধ-চন্দ্র রৌদ্র-জোছনায়,শত লান্ঞ্ছনা সয়ে।
পথে পথে আজ কৃষ্ণচূড়া শহরের বুকের মাঝে
তাইতো আমি স্বাধীন বাংলা, তুমি এসেছ বলে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে