শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮, ০৫:০০:১২

মহাকবির কাব্য

মহাকবির কাব্য

----বকুল মাস্টার
অনন্য এক মহাকাব্য রচিলেন
বাংলার মহাকবি---
এমন কাব্য  লিখেনি কেউ  
নজরুল কিংবা রবি।

কবি শোনালেন তাঁর আবৃত্তি
লক্ষ জনতা স্রোতা ----
উত্থাল  উদ্যান; জনসমূদ্রের ঢেউ
ঘোষনায় স্বাধীনতা।

রক্তে এবার শিহরণ জাগিল
শুনিয়া কবির বাণী----
জনরোষ তাই উঠিল জাগিয়া
জয়বাংলা ধ্বনি।

আমার অধিকার আনিব ফিরিয়ে
শোষকের পথ রুদ্ধ---
পরাধীনতা  আর কভু নয়।
তাই অনিবার্য  যুদ্ধ।

অতঃপর মহান মুক্তিযুদ্ধ শেষে
লাল সবুজের পতাকা জানি---
সার্থক কবি;সার্থক তোমার
অমর কবিতাখানি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে