সোমবার, ২৬ মার্চ, ২০১৮, ০৪:৩৯:০৭

স্বাধীনতা তোমার জন্য

স্বাধীনতা তোমার জন্য

------বকুল মাস্টার

স্বাধীনতা তোমার জন্য
   রক্ত সাগর দিলাম পাড়ি
তোমার জন্য সম্ভ্রম দিল
      দুই লক্ষ নারী।

তুমি এখন কেমন আছো
      জানতে ইচ্ছে করে--
তোমার ফসল পৌঁছেছে কী
     সবার ঘরে ঘরে?

নাকি তুমি নিঃস্ব এখন
     আছো শুন্য হাতে
আজ কি তুমি তুষ্ট শুধু
      ফুল ছড়ানো প্রাতে?

তোমার তরে জীবন দিল
      লক্ষ  লক্ষ প্রাণ-
এখনও তো সয়না তারা
      তোমার অপমান।

সে দিন তোমায় চায়নি যারা
      হাসতো ব্যঙ্গ হাসি
সাতচল্লিশে আজকে এসে
       ঘৃনা রাশি রাশি।

তুমি এখন মধ্য আয়ে
      অবাক করে বিশ্ব
সন্তান হারা মা এখন
      ভাবে না আর নিঃস্ব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে