মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮, ০৭:১২:৫৫

স্বাধীন বাংলার গান

স্বাধীন বাংলার গান

      কবি- মো. হাসানুল হক বান্না।

কালকেতনের এক আশ্চর্য বিলাপে,
লড়াইয়ের পর লড়াইয়ে, আনবো তাকে ছিনিয়ে
দেশের মাটিতে উঠবে বলে রক্তারক্তি যায় যাক!
স্বাধীন দেশে স্বাধীন বেশে, অর্ধনগ্নতায়; গ্রামগঞ্জ
আর নগরায়ণে তবু উঁচু সম্মানে যেনো থাকবে।
লালের বাহিরে সবুজ কিংবা সবুজের ভেতর লাল
এই স্বপ্ন দেখবে বলে ত্রিশ লাখের হলো বলিদান।
সালাম দেখিনি, বরকত ও নয়, তবু পেয়েছি মাথা-
তোলাবার ন্যায় এক অবিনশ্বর হৃদয়;বঙ্গবন্ধু-মুজিব
বেঁচে আছে যিনি হৃদ মাঝারে জাতির জনক হয়ে;
ষোল কোটি কিংবা ঘুমিয়ে আছে শিশুর পিতা,
বাংলা মাটির হৃদয়ে, বাংলাদেশের হৃদয়ান্তরে।
চেতনায় যেনো আঘাত হানে, ময়দানের সেই বাণী?
গণমানবের বুকে বিঁধে গেলো যা মন্ত্রধ্বনিত ধানী!
কালরাত শেষ প্রথম প্রহরে স্বাধীনতার জয়গান,
উজ্জীবিত প্রাণের মাঝে ক্ষোভের প্রকাশে উত্তেজনা
টানটান; স্বাধীনতা আসবেই তাই দৃঢ় প্রত্যয়ে গেয়েছে, স্বাধীন বাংলার গান।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে