বৃহস্পতিবার, ০৩ মে, ২০১৮, ১০:৩৮:০১

অভাগা সন্তান

অভাগা সন্তান

জাকারিয়া আহমেদ

যেই মা দশমাস রেখেছে আমায় তার গর্ভে
সেই মায়ের হয় না জায়গা আমার বিলাসবহুল বাড়িতে
যেই মা দেখিয়েছি আমায় এই পৃথিবীর আলো
সেই মাকে অন্ধকারে ঠেলে দিয়েনিজের স্ত্রী-সংসারকে করি আলোকিত

যেই মার দুগ্ধ করে পান হয়েছি আমি বড়
সেই মাকে হতে হয় আমার বউয়ের হাতে নির্যাতিত
তবুও বউ আমার কাছে
মায়ের থেকে অনেক ভালো

যেই মায়ের পায়ের নিচে আমার বেহেস্ত
সেই মায়ের পা ছুয়ে কোনোদিনো করিনাই সালাম
যে মা নিজে না খেয়ে তুলে দিয়েছে আমার মুখে অন্ন
সেই মাকে দাম দেইনা আমি শাশুড়ি মায়ের জন্য

যেই মা ছোট থেকে বড় করেছে আমায় পরম স্নেহে
সেই মাকে প্রতিনিয়ত অবহেলিত হতে হয় আমারি কাছে
যেই মায়ের থাকার কথা ছিলো আমার হৃদয় মসজিদে
সেই মাকে থাকতে দিয়েছি আমি অন্তঃপুরের অন্ধকার ঘরে

তবুও সে মা আমার কেঁদে কেঁদে করে খোদার কাছে মোনাজাত
ভালো রাখিয় আল্লাহ তুমি আমার নয়ন মণিকে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে