রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৩:১২

নাজমুল ইসলামের কবিতা ‘ভালবাসাহীন এই আমি’

নাজমুল ইসলামের কবিতা ‘ভালবাসাহীন এই আমি’

আমি তোমার এমন প্রেমিক হব,

তুমি বললে সেদিন সম্মত প্রস্তাবে মেঘের
ভেলায় ভাসিয়ে দেব তোমায়।

ভালবাসা চাও?

আমি তোমার কলিজা ফাটা কান্নার নির্দয় আওয়াজ হব।

ভীষণ কান্না আমার হৃদয়ে।

আর অবাস্তব সব ঘৃণাদের পোষ মানিয়েছি প্রেমের শীতল আভায়।

আমি তোমায় এমন হাওয়ায় ভাসাবো,

তুমি চাইলে তখন সিন্দাবাদের জাদু আর
দৈত্যের নির্দয় নৃশংস প্রস্তাবে গা ভাসাবে!

রাজত্ব মুঠোবন্দি আর আমি নির্বাক প্রজা!

মহারাণী তুমি ভালবাসা চাও?

আমি তোমার দুচোখের অতিশীতল দুফোটা জলের অপেক্ষায়।

আমি তোমায় এমন স্বপন্ দেখাবো যেখানে,

শতসহস্র কণ্ঠকভর্তি একটা পোস্ট আপিস।

এবং তুমি তার হীনযৌবনা কষ্টজর্জরিত পোস্টম্যান।

এভাবে দুঃখের মণিব হবে তুমি আর,

আমাকে তুমি ভাববে প্রতিটা মুহুর্তে।

প্রিয়তমা তুমি আমার মুল্যবান হৃদয়ের ভালবাসা চাও?

হয়ত তোমার হৃদয় ভাসবে সেদিন এক অপূর্ণ নিলিমায়।

আমি তোমায় সেই নিভে যাওয়া স্বপন্ দেখাবো,

যা তোমার নির্ভিক নির্দয় হৃদয়ের হৃদস্পন্দন স্থির করে দেবে।

জীবনের গর্বে অবাক হবে তুমি।

তোমার চোখ থেকে ঝরে পড়বে নিষিদ্ধ কর্পুর।

আমি ঠিক তোমার জন্য,
সেই দিনটার জন্য অনিবার্য অপেক্ষায়।
২৭ আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে