রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৩:১৬

টিনের চশমা লাগাই

টিনের চশমা লাগাই

পাঠক ডেস্ক : আমি একজন বাংলাদেশি! আমি বাংলা সিনেমা, নাটক দেখি না। আমার প্রিয় ছবি বা নাটকের নামের তালিকায় আছে ভারতীয় ছবি, নাটক।

আমি ভালো করে বাংলা বলতে পারি না! অথচ কথার মাঝখানে অপ্রয়োজনে ইংরেজি বা হিন্দিতে বাতচিত করি ! আমি টিনের চশমা লাগিয়ে ইংরেজিতে দেখি ড্রিম।

আমি কালো মানুষকে ‘কালু’, ‘কাউলা’ বা ‘কাইল্যা’ বলে ডাকি। অথচ আমাকে কেউ এই নামে ডাকলে আমি মনোক্ষুন্ন হই!

আমি বিয়ে করার জন্য সুন্দরী ফর্সা মেয়ে খুঁজে বেড়াই। কিন্তু আমার বোনেরা কালো বলে বিয়ে না হলে সমাজকে ঘৃণা করে বলি, ‘কালো, জগতের ভালো।’

আমি দুর্নীতির কারণে দেশটা রসাতলে গেলো বলে চিৎকার করি। আমি ঘুষ দেয়া ও নেয়াকে সমান অপরাধ মনে করি।

অথচ নিজের কাজের প্রয়োজনে ঘুষ দিতে এক মুহূর্তও বিলম্ব করি না!

আমি মদ পানরত লোকের সাথে কথা বলি না! তাকে ঘৃণা করি। তবে কারো বিয়েতে নিজে মদ পান করতে দ্বিধাবোধ করি না ।

আমি ইশ্বরে বিশ্বাস করে নামাজ পড়ার সময় উঁচু-নিচু, ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে সবার সাথে এক কাতারে দাঁড়াই। তবে বাসায় মেহমান আসলে তাদের সাথে এক টেবিলে খেলেও কাজের লোকের সাথে এক টেবিলে খাই না।

আমি জানি, সালাম মানে ‘আপনার ওপর শান্তি বর্ষিত হোক’। অথচ নিম্ন সমাজের মানুষদের সালাম না দিয়ে শুধু সমাজের ঊর্ধ্বতন ঘুষখোর, মদখোর মানুষদের সালাম দেই।

আমি বাবার বয়সী রিকশাওয়ালাকে তুই তোকারি করে হুকুম জারি করি। কিন্তু ঘুষখোর বড় সাহেবকে দেখে খুশিতে গদগদ হয়ে নিজের চেয়ার ছেড়ে দেই।

আমি নিজের বাবা-মার দেখভাল করি না। তাদের ভালোমন্দ খাওয়াই না। অথচ শ্বশুরবাড়িতে যাবার সময় চাঙ্গারি ভরে ফল- ফ্রুট নিয়ে যাই ।

আমি একুশের প্রভাতফেরিতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’র গানটির গীতিকার, সুরকার, লেখকের নাম জানি না। অথচ হিন্দি ছবির এমন কোনো গান নেই যার এ টু জেড জানি না।

আমি পহেলা বৈশাখে শখ করে রমনার বটমূল থেকে বাসি পান্তা টাকা দিয়ে কিনে খাই কিন্তু বাসায় বাসি খাবার আমার কাজের পিচ্চিটাকে দেই।

এতোকিছুর পরও সমাজেও আমি একজন সাদা মনের/সুশীল সমাজের মানুষ।...

লেখক : সাইফুল ইসলাম সাইফ

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে