বুধবার, ২৫ জুলাই, ২০১৮, ০৫:৩৯:৩৯

১৪তম জাতীয় সামারের অর্থ দিচ্ছে ফুটবল ক্লাব!

১৪তম জাতীয় সামারের অর্থ দিচ্ছে ফুটবল ক্লাব!

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ফেডারেশন গুলোর সরকারী বাজেটের অবস্থা এতোটাই খারাপ যে এখন আর ফেডারেশন গুলো স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। ক্লাব গুলো এখন ফেডারেশনকে অর্থ দিচ্ছে কার্যক্রম চালিয়ে যেতে। এমনই ঘটনা ঘটেছে এ্যাথলেটিক্স ফেডারেশনের ক্ষেত্রে। ১৪তম জাতীয় সামার এ্যাথলেটিক্স আসরের পৃষ্ঠপোষকতা করছে একটি ফুটবল ক্লাব।

ঢাকা সিটি এফসি লিঃ এর অর্থায়নে ২৭ জুলাই থেকে দুই দিনের জাতীয় সামার এ্যাথলেটিক্স আসর বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। এ প্রসঙ্গে আজ বঙ্গবন্ধ স্টেডিয়ামের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বলেন, ‘২৭ ও ২৮ জুলাই বঙ্গন্ধু স্টেডিয়ামে ঢাকা সিটি এফসি লিঃ এর পৃষ্ঠপোষকতায় আমরা এ আসর শুরু করতে যাচ্ছি। এই মূহুর্তে ফেডারেশনের বাজেটের যে অবস্থা তাতে ঢাকা সিটি এফসি লিঃ ফুটবল ক্লাব এগিয়ে না এলে আয়োজন করা সম্ভব হত না। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন্দ্র শিকদার ২৭ জুলাই বিকেল ৪টা জাতীয় সামার উদ্বোধন করবেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে