শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ০৪:৪৭:৩০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক রুবেল, খেলা আগামীকাল সকাল সাড়ে ৯টায়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক রুবেল, খেলা আগামীকাল সকাল সাড়ে ৯টায়

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুইদিন আগেই ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সূচি অনুযায়ী আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল। টেস্ট লড়াইয়ের আগে নিজেদের ঝালাই করে নিতে দুই দল কালই প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বিসিবি একাদশ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

জানা গেছে কাল দলের অধিনায়কত্ব করবেন পেসার রুবেল হোসেন। প্রস্তুতি ম্যাচে রুবেল ছাড়াও দলে দেখা যাবে ওপেনার সৌম্য সরকারকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়ে দীর্ঘ দুই বছর পর রানে ফেরা সৌম্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে জায়গায় করে নিয়েছেন। কাল সৌম্যর পাশাপাশি লেগ স্পিনার রিশাদ আহমেদকেও পরীক্ষা করে দেখবেন নির্বাচকরা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে আজ। কাল প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে আরও ২-১জন দলে সুযোগ পেতে পারেন। কাল রিশাদ ভাল পারফর্ম করলে দলে ঢোকা তার জন্য সহজ হয়ে যাবে। কেননা বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে একজন লেগ স্পিনার খুঁজছে। সেই কারণে কাল নির্বাচকদের চোখ থাকবে তার ওপর।

বিসিবি একাদশ স্কোয়াড:

রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বী, এবদাত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিথুন ও রিশাদ আহমেদ।

উইন্ডিজ স্কোয়াড:

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, শিমরন হেটমায়ার, শাই হোপ, শেরমন লুইস, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, কেমার রোচ ও জোমেল ওয়ারিকেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে