বুধবার, ১৭ মে, ২০১৭, ১১:৪৫:০৫

ক্রেডিট কার্ড জালিয়াতির খপ্পরে তসলিমা নাসরিন

ক্রেডিট কার্ড জালিয়াতির খপ্পরে তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক: ব্রাজিলে গিয়ে ক্রেডিট কার্ড জালিয়াতির খপ্পরে পড়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। দুর্বৃত্তরা তার ক্রেডিট কার্ড ক্লোন করে ব্যাংক থেকে সকল টাকা তুলে নিয়েছে। এমনকি সেই কার্ড দিয়ে তারা অনেক কেনাকাটাও করেছে। বিষয়টি যখন লেখিকা টের পান তখন তার অ্যাকাউন্টে আর অবশিষ্ট বলে কিছু নেই। আজ বুধবার বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন তসলিমা। এমটিনিউজের পাঠকদের জন্য সেই পোস্টটি তুলে ধরা হলো।

‘ক্রেডিট কার্ড ফ্রডের কথা শুনেছি, তাই এইসব কার্ড একটু সাবধানে রাখার চেষ্টা করি। যেটা জানতাম না ব্রাজিল সেটা শিখিয়ে দিল আমাকে। জানতাম না কার্ডকে ক্লোন করা যেতে পারে। সেই ক্লোন দিয়ে কেনাকাটা তো করা যায়ই, এটিএম মেশিন থেকেও টাকা উঠিয়ে ফেলা যায়।

কোনও একটা ডিভাইস নাকি সেঁটে দেওয়া হয় এটিএম মেশিনের সঙ্গে, সেই ডিভাইস পড়ে ফেলতে পারে কার্ডের সব কিছু , এমনকী পিনও। কোপাকোবানা সমুদ্র-তীরের কাছে কোনও ব্যাংক খুঁজে না পেয়ে রিও ইলেক্ট্রিক নামের ছোট একটি বাইসাইকেলের দোকানের ভেতর বসানো এটিএম মেশিন থেকে কিছু টাকা তুলেছি।

সেই টাকা তোলার কুড়ি মিনিট পর গোটা তিনটে দিন এটিএম মেশিন থেকে কারা যেন আমার যত টাকা ছিলো ব্যাংকে, সব তুলে নিয়েছে , দামি দামি জিনিসও কিনেছে। তিন দিন পর আমি খেয়াল করেছি আমার ব্যাংকে টাকা বলতে কিছু অবশিষ্ট নেই আর। অথচ ব্যাংকের কার্ড আমার কাছে। ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে জানলাম আমার কার্ড আমার কাছে থাকলেও আমার কার্ডের ক্লোন অন্যের কাছে। রিও দ্য জানেইরোর পুলিশে রিপোর্ট করলাম। জানি না চোর ধরতে ওরা পারবে কি না।’
১৭ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে