মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ০৯:১২:৪২

ঈদ উপলক্ষে অগ্রিম বেতন দেওয়ার নির্দেশ সৌদি বাদশা'র

ঈদ উপলক্ষে অগ্রিম বেতন দেওয়ার নির্দেশ সৌদি বাদশা'র

প্রবাস ডেস্ক: ঈদ উপলক্ষে চলতি মাসের বেতন অগ্রিম দেয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। ১৮ জুন অর্থাৎ ২৩ রমজানের দিন কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় বলছে, অগ্রিম বেতন দেয়ার ব্যাপারে বাদশার নির্দেশে অ্যারাবিয়ান মনিটরিং এজেন্সিকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে ১৮ জুন (রোববার) অর্থাৎ ২৩ রমজান বেতনের টাকা জমা হবে।

ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেন আগে থেকেই কেনাকাটা করতে পারেন, সে লক্ষ্যেই চলতি মাসের বেতন অগ্রিম দেয়ার সিদ্ধান্ত সৌদি আরব। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সৌদি সরকারের উদারতার বিষয়টি ফুটে উঠেছে।

চলতি মাসের বেতন শাওয়াল মাসের ২ তারিখ দেয়ার কথা ছিল। কিন্তু সেটা ঈদের পর হয়ে যাওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে