শুক্রবার, ২৩ জুন, ২০১৭, ০৫:৪৭:১৯

সবাই একসঙ্গে পুড়ে মরেছেন, কিন্তু তবুও বৃদ্ধ বাবা-মা’কে ছেড়ে যাননি ৩ ভাইবোন

সবাই একসঙ্গে পুড়ে মরেছেন, কিন্তু তবুও বৃদ্ধ বাবা-মা’কে ছেড়ে যাননি ৩ ভাইবোন

প্রবাস ডেস্ক: লন্ডনের বহুতল ভবন গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাঙালি পরিবারের তিন সন্তান বাঁচার সুযোগ পেয়েও বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে যাননি, সবাই একসঙ্গে পুড়ে মরেছেন।

জানা গেছে, আগুন লাগার পর বাবা কমরু মিয়া (৯০) ও মা রাজিয়া বেগমের (৬৫) সঙ্গে তাদের তিন সন্তান হুসনা বেগম তানিমা (২২), হানিফ (২৬) ও হামিদ (২৯) ওই ভবনে আটকে পরেন। তবে ছেলে-মেয়েরা এক সময় ওই ভবন থেকে বের হওয়ার সুযোগ পেলেও তিন ভাইবোন সিদ্ধান্ত নেন, মরলে মরবেন; কিন্তু বাবা-মাকে ছাড়বেন না তারা। ফলে শেষ পর্যন্ত বাবা-মাসহ পাঁচজনেরই মৃত্যু হয় অগ্নিকাণ্ডে পুড়ে।

গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে রাত ১২টা ৫০ মিনিটে। এরপর তাদের হাতে প্রায় এক ঘণ্টা সময় ছিল ভবনটি ত্যাগ করার। কিন্তু তারা ভবনেই থেকে যান। রাত ৩টা ১০ মিনিট পর্যন্ত তারা টেলিফোনে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখেন। এ সময় তারা ফোনে জ্বলন্ত ভবনে বাবা-মার সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান।

সামির আহমেদ নামে ওই পরিবারের এক আত্মীয় সংবাদমাধ্যম টাইমস-কে জানান, কমরু মিয়া বলতে গেলে হাঁটতে পারতেন না। তিনি বলেন, এ অবস্থায় কী করতেন তারা? তাকে ছেড়ে চলে যেতেন? বাবা-মাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকলে তারা রাত ১টা ৪৫ মিনিটের আগেই ভবন ত্যাগ করতে পারতেন। কিন্তু তারা তা করেননি। সামির আরও বলেন, আমার চাচির সঙ্গে হানিফের কথা হয়। তিনি খুব শান্ত ছিলেন। তিনি বলেন, তার সময় চলে এসেছে। তিনি তার জন্য শোক করতে নিষেধ করে এবং খুশি থাকতে বলেন। কারণ তারা আরও ভালো স্থানে যাচ্ছেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে