শনিবার, ২৯ জুলাই, ২০১৭, ০৬:৪৯:৫৫

এইরকম জীবন-মরণ পরীক্ষার দরকার নেই : তসলিমা

এইরকম জীবন-মরণ পরীক্ষার দরকার নেই : তসলিমা

তসলিমা নাসরিন : কুমিল্লা বোর্ডের এইচ এস সি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারায় এগারো জন ছাত্র ছাত্রী আত্মহত্যা করেছে। কেউ কেউ তো দুনিয়াকে জানিয়েই যা করার করেছে। ফেসবুকে লিখে দিচ্ছে সিদ্ধান্ত, আত্মহত্যা করবে।

আঠরো উনিশ বছর বয়স। অথচ কী অনায়াসে ঝুলে পড়ে সিলিং ফ্যানে! আত্মহত্যা সংক্রামক। একজন করলে আরেকজন মনে বল পায় করতে। বুঝে পাই না কেন ওরা জীবনকে এত মূল্যহীন ভাবে? কেন অপশানের কথা ভাবে না! এত যে দুর্যোগ দেখেছি, কোনওদিন তো ইচ্ছে হয়নি আত্মহত্যা করার! একটাই জীবন আমরা পাই, আর একে যাপন করার একটাই সুযোগকে জেনেবুঝে হাতছাড়া করি!

এইরকম জীবন মরণ পরীক্ষার দরকার নেই। বেটার কোনও শিক্ষাব্যবস্থা চালু করা উচিত। সভ্য দেশগুলোয় পরীক্ষায় পাস না করলে কেউ আত্মহত্যা করেছে বলে শুনিনি। আসলে ওসব দেশে এইরকম পরীক্ষাই নেই। ওখানে পড়া মুখস্ত করতে হয় না, বুঝতে হয়। না বুঝলে মাস্টাররা আছেন, যত সময় খরচ হয় হোক, বুঝিয়ে দেন। -লেখিকার ফেসবুক থেকে
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে