শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৬:০৬

সর্বনিম্ন মজুরি ঘণ্টায় ১৫০০ টাকা

সর্বনিম্ন মজুরি ঘণ্টায় ১৫০০ টাকা

প্রবাস ডেস্ক: কানাডার অন্টারিও প্রদেশে আগামী ১ জানুয়ারি ২০১৯ থেকে সর্বনিম্ন মজুরি হবে প্রতি ঘণ্টায় ১৫ ডলার। আর ১ জানুয়ারি ২০১৮ থেকে হবে ১৮ ডলার। স্থানীয় সময় গত বুধবার আনুষ্ঠানিকভাবে কানাডার অন্টারিও প্রদেশের আইনপ্রনেতারা শ্রম আইন পুনর্গঠন সংক্রান্ত এই বিলটি পাস করে।

বিলটি পাশ হওয়ায় নতুন আইন অনুযায়ী স্থায়ী ও অস্থায়ী ‌বিবেচনায় কর্মচারীদের মজুরির পরিমাণে পার্থক্য করা যাবে না। এছাড়া কর্মীদের ছুটি ও অন্যান্য সুযোগসুবিধাও নতুন আইনে বাড়ানো হয়েছে। ন্যূনতম মজুরির অতি বৃদ্ধি মোটাদাগে সরকারের জনপ্রিয়তা বাড়াবে।

বর্তমানে ন্যূনতম মজুরি ঘণ্টায় ১১.৬০ ডলার, আসছে জানুয়ারি ২০১৮ সালে যা হবে ঘণ্টায় ১৪ ডলার এবং ২০১৯ সালে হবে ১৫ ডলার। এরপর মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে তা আরও বাড়তে থাকবে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে