শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮, ১১:০৯:১৩

মালয়েশিয়ায় ৫০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ৫০ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক: অবৈধভাবে বসবাসের অভিযোগে ৫০ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। শুক্রবার সকালে শাহ আলম এলাকায় পরিচালিত অভিযানে একটি 'মানবপাচার চক্রের' খোঁজ মিলেছে বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ। 'এবং বাংলা' নামে পরিচিত ৪৩ বছর বয়সী এক 'বাংলাদেশি' ওই চক্রের প্রধান বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন।

অভিবাসন বিভাগের মহাপরিচালক (ডিজি) দাতুক সেরি মুস্তাফার আলি বলেছেন, 'প্রায় এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণের পর শাহ আলম এলাকার বাড়িটিতে অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক ও বাকিরা বাংলাদেশি।'

তিনি বলেন, '২০ থেকে ৪৫ বছর বয়সী আটক বাংলাদেশিদের বেশিরভাগই অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত। তারা ঢাকা থেকে প্রথমে ইন্দোনেশিয়ার জাকার্তায় যায়। এরপর নৌকায় চড়ে অবৈধভাবে তারা মালয়েশিয়ায় প্রবেশ করে।'

'কালো তালিকাভুক্ত' হওয়ায় আটক ব্যক্তিরা মালয়েশিয়ায় থাকতে পারবেন না জানিয়ে মুস্তাফার আরও বলেন, 'তাদের বেশিরভাগই এর আগেও অবৈধ বসবাসের অভিযোগে ধরা পড়েছিলেন। এজন্যই তাদের কালো তালিকাভুক্ত ও মালয়েশিয়ায় নিষিদ্ধ করা হয়।' বাংলাদেশিদের আটকের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার রিঙ্গিত জব্দ করা হয়েছে বলেও জানান অভিবাসন বিভাগের ডিজি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে