শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮, ০৯:৫৬:৪৯

এবার নতুন নিয়মে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে

এবার নতুন নিয়মে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় জনশক্তি নিয়োগে নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছে দেশটির সরকার, যে নিয়ম সব দেশের জন্যই প্রযোজ্য হবে এবং সব লাইসেন্সধারী এজেন্টই শ্রমিক নেওয়ার সুযোগ পাবে। বাংলাদেশ থেকে আগে ১০টি এজেন্সির মাধ্যমে জনশক্তি নেওয়া হত, যা বন্ধ করেছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নতুন নিয়মে বিদেশি শ্রমিক নিয়োগের কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানান, নতুন ব্যবস্থা চালুর জন্য তার সরকার একটি ‘স্বাধীন’ কমিটি করে দেবে, যে কমিটি সার্বিক অবস্থা পর্যালোচনা করে সুপারিশ করবে।

শ্রমিক নিয়োগ বিষয়ে মাহাথির বলেন, অবৈধভাবে অবস্থানরত শ্রমিকদের নিয়ে তার দেশকে অনেক জটিলতা পোহাতে হচ্ছে। এ কারণে যেসব দেশ থেকে মালয়েশিয়া লোক নেয়, সব দেশের ক্ষেত্রেই এক নিয়ম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ, নেপাল আর অন্যান্য দেশ- সব ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে।’

সরকারি হিসাবে পাঁচ লাখের বেশি নিবন্ধিত বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় কাজ করেন; যদিও বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলে সংশ্লিষ্টদের ধারণা।

এছাড়া মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে আরেকটি যৌথ কমিটি করা হবে জানিয়ে মাহাথির বলেন, সরকারি পর্যায়ে শ্রমিক নেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে এখন মালয়েশিয়ার যেমন চুক্তি আছে, নেপালের সঙ্গেও দ্রুত সেরকম একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে